শনিবার (২৯ এপ্রিল) দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কের গাঙ্গনালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন শ্রীপুরের চতুড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
আহতরা হলেন- শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা মিলন ও লিখন। তারা নিহত শাহিনের সহকারী হিসেবে কাজ করতেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, সকালে মাগুরা-শ্রীপুর সড়কের গাঙ্গনালিয়া এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মােটরসাইকেলের তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই শাহিন মারা যান।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনটি