শনিবার (২৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে লালবাগের শেখ সাহেব বাজার আরজু গলির একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল লালবাগ জে এন সাহা রোড এলাকায় থাকতেন।
জুয়েলের ভাই বিপ্লব বাংলানিউজকে জানান, দুপুরে লালবাগে শেখ সাহেব বাজার আরজু গলির একটি বাসায় বিদ্যুতের কাজ করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজ বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এজেডএস/এসআরএস/আইএ