আইসিটি বিভাগ তরুণ প্রজন্মকে প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রতিমন্ত্রী আরো বলেন, একজন সচেতন মা'ই পারেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। সন্তানরা কখন কি করছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। ছেলে-মেয়েদের ভালো ও মন্দের পার্থক্য সম্পর্কে ধারণা দিতে হবে।
মা সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, লালোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম, হাতিয়ানদহ ইউপির চেয়ারম্যান মাহবুব উল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম প্রমুখ।
উপজেলার পাঁচ শতাধিক মা এ সমাবেশে অংশ নেন। এসময় সব মা ও অভিভাবকদের সন্তানকে বাল্যবিয়ে না দেয়ার শপথ করান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই