শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মারিয়া স্বপন হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে খেলতে খেলেতে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটি মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমএস/এএটি/বিএস