শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। হাসান তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকার কসির উদ্দীনের ছেলে।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কুদরত-ই-খুদা মিলন এ বিষয়ে বাংলানিউজকে জানান, একটি নসিমনে পাথর শ্রমিকরা বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পাগলিডাঙ্গী এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী নামের এক শ্রমিককে মৃত্যু হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআরএস/এমজেএফ