শনিবার ( ২৯ এপ্রিল) বিকেলে পুলিশের কাছে সংবাদ আসে হুমায়ুন রোডের মোহনা কটেজ ভবনের পাঁচতলা থেকে এক কিশোরী, আনুমানিক বয়স ১৪, তার মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, মেয়ে শিশুটির মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসজেএ/আইএ