কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নোমান সাইফুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম প্রমুখ।
মেলায় ফেনীর তথ্য প্রযুক্তি সম্পর্কিত মোট ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। এছাড়াও মোলায় বিতর্ক, বিজ্ঞান প্রতিযোগিতা ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএইচডি/এএটি/এএ