শনিবার (২৯ এপ্রিল) বিকেলে পত্নীতলা থানা চত্বরে পুলিশ সুপার মোজাম্মেল হকের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। এ সময় পুলিশ সুপার তাদের সবার হাতে ফুল তুলে দিয়ে শুভ কামনা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সামিউল হক ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এসময় বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতা করবে পুলিশ। এছাড়া তারা যাতে আর বিপথে না যেতে পারেন সেজন্য পুলিশি নজরদারি থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই