শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার দশকাউনিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল কদ্দুসের বাড়ি ওই একই গ্রামে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে আব্দুল কদ্দুস ও তার চাচাতো ভাই অনু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনু মিয়া তার হাতে থাকা ইট দিয়ে আব্দুল কুদ্দুসের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল কদ্দুসকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বাহুবল থানায় নিয়ে এসেছে। রোববার (৩০ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই