শনিবার (২৯ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বাংলানিউজকে বলেন, সম্প্রতি দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠায় এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের আগামী তিন দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য নিকটস্থ থানায় জমা দিতে প্রচারণা চালানো হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মার্মা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ, সোনাগাজীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় চার শতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন বলেও জানান ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএইচডি/এসআরএস/বিএস