ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মধুবাগ থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
মধুবাগ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন মধুবাগের ঝিলপাড় এলাকার একটি টিনশেড বাড়ি থেকে তাসলিমা (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

শনিবার ( ২৯ এপ্রিল) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ডিভিশনের ডিসি মারুফ হাসান।

তিনি বাংলানিউজকে জানান, মৃত তাসলিমা’র স্বামীর নাম সুজন মিয়া।

তারও মরদেহ সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পাওয়া গেছে। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ মৃত সুজন মিয়া’র স্ত্রী তাসলিমা’র মরদেহ উদ্ধার করে। তাসলিমা’র গলায় দাগ আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে পুলিশ ধারণা করছে, তাসলিমাকে সম্ভবত হত্যা করা হয়েছে। এছাড়া সিলেটে তাসলিমা’র স্বামী সুজন মিয়া আত্মহত্যা করেছেন। দুটি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০,২০১৭
এসজেএ/এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।