ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

এনডিসি-জেনাক কমান্ড্যান্টস কাপ গলফ এর পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনডিসি-জেনাক কমান্ড্যান্টস কাপ গলফ এর পুরস্কার বিতরণ এনডিসি-জেনাক কমান্ড্যান্টস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ‍ইসলাম জ্যাকব; ছবি: বাংলানিউজ

ঢাকা: এনডিসি-জেনাক কমান্ড্যান্টস কাপ গলফ টুর্নামেন্টে-২০১৭ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার সঙ্গে উপস্থিত থেকে ১৬ বিজয়ীর অনেকের হাতে পুরস্কারের ট্রফি তলে দেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম)।

শনিবার (২৯ এপ্রিল) রাতে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হয়।
উপমন্ত্রী জ্যাকব প্রধান অতিথির বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার।

সম্প্রতি সাবমেরিন যুক্ত করার বিষয়টি উল্লখ্যযোগ্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের মোট ৫০ জন গলফার অংশগ্রহণ করেন।
এনডিসি আয়োজিত গলফ টুর্নামেন্টটির অফিসিয়াল স্পন্সর জেনিক ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে এনডিসি এবং এএফডব্লিউ এর সকল কোর্স মেম্বার, কলেজের অনুষদ সদস্য ও স্টাফ অফিসাররা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ পর্বশেষে অতিথিদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।