সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গল্লামারী রাধামাধব মন্দিরের অধ্যক্ষ গৌরেশ্বর নিমাই দাস। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মল্লিক সুধাংশু, ভারতের মায়াপুর ইসকন কেন্দ্রীয় মন্দিরের প্রতিনিধি শ্রীপাদ নাড় গোপাল প্রভু, রাধামাধব মন্দিরের উপদেষ্টা ড. তপচৈন্য।
এর আগে জেলা পরিষদ চেয়ারম্যানকে ইসকন ভক্তরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন এবং মন্দিরের উন্নয়নে সহয়োগিতার জন্য তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ‘গৌর কথামৃত আলোচনা’ শীষর্ক এই শ্রবণ উৎসবের শুরু হয়।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এমআরএম/আরআর/বিএস