সাভার, ঢাকা: সাভারে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ মে) ভোরে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে বক্তারপুর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। স্থানীয় আজিজুল, সোহেল ও জুয়েল মোবাইল ফোনটি চুরি করেন বলে জানার পর তাদের সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হয়।
এর জের ধরে মঙ্গলবার ভোরে ওই তিন বখাটে ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে এসে তার স্ত্রী রোজিনা বেগমকে (২০) ধর্ষণের চেষ্টা করেন। এসময় রোজিনা ও তার মা মিনু বেগম চিৎকার করলে বখাটেরা মা ও মেয়েকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।