গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় কটন ক্লাব (বিডি) পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক ফের অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, কটন ক্লাব (বিডি) নামক পোশাক কারখানার প্রায় ৪ হাজার শ্রমিক সকালে কাজে যোগ দেন।
এরপর সকাল ৯টার দিকে কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। পরে আতঙ্কে কারখানার ভেতর থেকে সব শ্রমিক বেরিয়ে যান।
তীব্র গরমের কারণে সোমবারের (২২ মে) মতো শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা না করলেও শ্রমিকরা স্বেচ্ছায় বাসায় চলে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আরএস/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।