মঙ্গলবার (২৩ মে) সকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। আটক মাদক বিক্রেতা মানিকগঞ্জ সদর উপজেলার নূর মহম্মদের ছেলে।
মো. রইছ উদ্দিন জানান, সোমবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে মাদক বিক্রেতা রাহুল হেরোইনসহ দৌলতদিয়া পতিতাপল্লীতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রাহুলকে আটক করা হয়। এসময় তার কাছে ৪৩ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
রাহুলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই