মঙ্গলবার (২৩ মে) বেলা সোয়া ১১টায় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল থেকে বগুড়া জেলা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়।
এর আগে শনিবার (১৩ মে) সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি বাস্তবায়নে রোববার (২১ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়।
কিন্তু পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে সরকারের কোন পর্যায়ে আলোচনায় বসার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নেওয়ায় কর্মবিরতি আরো ২৪ ঘণ্টা বৃদ্ধি করা হয়। সোমবার (২২ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ কর্মবিরতি বৃদ্ধির এ ঘোষণা দেন।
এদিকে কর্মবিরতির কারণে পণ্যবাহী যান চলাচল না করায় সবজি ভাণ্ডারখ্যাত শিবগঞ্জ উপজেলার মহাস্থান সবজির মোকামে বিভিন্ন জাতের বিপুল পরিমাণ সবজির আমদানি হলেও ব্যাপারি না থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু সবজিতে পচন ধরেছে। মাথায় হাত পড়েছে কৃষকের।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭/আপডেট: ১২২২ ঘণ্টা
এমবিএইচ/জেডএস