ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

রাবি গেটের সামনে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
রাবি গেটের সামনে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে বাসের ধাক্কায় পরশ (২০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরশ রাজশাহীর পুঠিয়া উপজেলার বড়ুয়াপাড়ার মো. মাহতাবের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পরশ সাইকেল চালিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে রাবির সামনে ঢাকাগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা পরশকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর পরশ মারা যান। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন ওই বাসটি ভাঙচুর করে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।