ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন মিত্র (৩০) ও তার সহযোগী রাজিবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি। 

সোমবার (২২ মে) রাতে শ্রীপুর উপজেলার শুনাইকুন্ডি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত সুজন একই গ্রামের মৃত ফনিভূষণ মিত্রর ছেলে।

রাজিবের বাড়িও একই গ্রামে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ সুজন ও রাজিবকে গ্রেফতার করে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুজনের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মাগুরা ও শ্রীপুর থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।