মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের দুর্শনদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমা ওই গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে জানান, নাজমা একজন পেশাদার মাদক বিক্রেতা। এতোদিন তিনি নিজেদের বাড়িতে মাদক মজুদ রেখে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তার বসতঘরে তল্লাশি চালিয়ে সাত গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। এ সময় মাদক বিক্রির দুই হাজার টাকাও জব্দ করা হয়।
নাজমার বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই