মঙ্গলবার (২৩ মে) ডিএসসিসির ব্যাংক ফ্লোর সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে এ আহ্বান জানান মেয়র।
হাতের ৫ আঙুল সমান হয় না জানিয়ে মেয়র বলেন, কোটি মানুষের এ শহরে অনেক ব্যবসায়ী রয়েছেন।
মেয়র আরও বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসছি যেন কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারেন। এমনটি যদি কেউ করেন তাহলে সেখানে ডিএসসিসি হস্তক্ষেপ করবে।
প্রতি বছরের মতো রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিকরা যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে রোজা পালন করতে পারেন সেজন্য ডিএসসিসি মাংসের দাম নির্ধারণ করে থাকে বলেও উল্লেখ করেন মেয়র।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এএম/আরআইএস/জেডএস