মঙ্গলবার (২৩ মে) সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল জিএম সোহাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা, জোন উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, সাব জোন কমান্ডার মেজর রফিকুল ইসলাম, স্টাফ অফিসার ক্যাপ্টেন সাইফ জোবায়েদ প্রমুখ।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণে ২৯টি রোগের প্রাথমিক চিকিৎসাসেবার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকার এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীরা দু’মাসব্যাপী এ প্রশিক্ষণ নেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/এএ