ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ধুনটে ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ধুনটে ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় গরুবোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঊর্মি খাতুন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার বানিয়াগাতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উর্মি উপজেলার বানিয়াগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

এনজিও পরিচালিত একটি স্কুলে লেখাপড়া করতো সে।

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাওইখোলা গ্রামের বাসিন্দা চালক মিল্টন মিয়া (৩২) গরুবোঝাই ভটভটি নিয়ে নিজ গ্রাম থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বানিয়াগাতি বাজার এলাকায় পৌঁছালে ওই শিশু শিক্ষার্থী রাস্তা পারের সময় ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন ভটভটিটি আটক করলেও চালক পালিয়ে যান।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভটভটিটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।