ঘোষিত দাম অনুযায়ী দেশি গরুর মাংস ৪৭৫ টাকা, বোল্ডার বা বিদেশি গরুর মাংস ৪৪০ টাকা, মহিষ ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া বা ছাগীর মাংস ৬২০ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার (২৩ মে) ডিএসসিসির ব্যাংক ফ্লোর সভাকক্ষে রমজান উপলক্ষে মাংস ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নতুন মূল্যতালিকা ঘোষণা করেন।
মেয়র জানান, নতুন এ নির্ধারিত দাম ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রযোজ্য হবে।
বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হবে জানিয়ে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং টিম গঠন করবে। টিম কোথাও কোনো অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।
এ সময় সাঈদ খোকন বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসেছি যাতে কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে।
প্রতি বছরের মতো ডিএসসিসি রমজানের পবিত্রতা রক্ষার্থে নাগরিকরা যেন সুন্দর, শান্তিপূর্ণভাবে রমজান পালন করতে পারেন সেজন্য মাংসের দাম নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে রমজানে মাংসের দাম নির্ধারণ করলেন মেয়র।
মতবিনিময় সভায় মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম মাংস ব্যবসায়ীদের চলমান ধর্মঘট প্রত্যাহার করেন। সেই সঙ্গে আগামী দিনগুলোতে কোনো ধর্মঘট হবে না বলেও প্রতিশ্রুতি দেন।
সমাপনী বক্তব্য মেয়র জানান, সভায় মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, নির্ধারিত এই দামে মাংস বিক্রি করা হবে। তাদের দাবি অনুযায়ী ডিএসসিসিতে একটি স্থায়ী গরুর হাট নির্মাণ করা হবে। মাংস ব্যবসায়ীরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দীন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম,সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু প্রমুখ।
আরও পড়ুন: দক্ষিণ ঢাকায় হবে গরুর স্থায়ী হাট
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এএম/এএ