মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লাহু উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ছলেমান মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল বিকেলে প্রতিবন্ধী এক কিশোরী নদীর পাড়ের ধান খেতের মধ্যে হাঁস তাড়াতে যায়। লাহু মোল্লা সেখানে গিয়ে ওই কিশোরীকে তার স্ত্রীর কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ঘরে নিয়ে লাহু ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাড়িতে এসে তার মাকে জানায়। ১৯ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৬ জুলাই উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। মামলার ছয় জনের সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন- বিশেষ পিপি নারী ও শিশু আব্দুর রাজ্জাক খান।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি