উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মজিবর রহমান, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, মাধনগর ইউনিয়নের কাজী আব্দুল ওয়াদুদ, পিপরুল ইউনিয়নের কাজী আমিনুল হক, মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম, ইয়াকুব আলী প্রমুখ।
এসময় নলডাঙ্গা পৌর মেয়র শফির উদ্দিন মণ্ডল, বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কাজী ও ইমামরা আর বাল্যবিয়ে পড়াবেন না বলে অঙ্গীকার করেন। এছাড়া কর্মশালায় বাল্যবিয়ে রোধে করণীয় সম্পর্কে বেশ কিছু পরামর্শ উপস্থাপন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই