মঙ্গলবার (২৩ মে) দুপুরে মোরেলগঞ্জ-শরণখোলার পুরাতন সড়কের নোমরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক মুন্সি মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের কাদের মুন্সির ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে মোরেলগঞ্জ-শরণখোলার পুরাতন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক মানিক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি