মঙ্গলবার (২৩ মে) দুপুরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। সে একই এলাকার নূর উদ্দিনের সন্তান।
জানা যায়, সোমবার দুপুরে খেলতে যাওয়ার পর থেকে শিশু মামুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এদিন দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে কয়েকশ গজ দূরে মাটিরাঙ্গার পূর্ব ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাৎ হোসেন টিটো জানান, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ইউছুফ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আইএ