তাহেরকে হাসপাতালে দেখতে গেলেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ
লক্ষ্মীপুর: রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৩ মে) বেলা পৌঁনে ১২টার দিকে হাসপাতালে যান কাদের। এ সময় তিনি তাহেরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্প্রতি মেয়র আবু তাহের লক্ষ্মীপুর শহরের রহমতখালী খালে নির্মাণাধীন ব্রিজের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে পা পিছলে আহত হন। পরে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আরআইএস/এএসআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।