মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সেমিনারে এ মন্তব্য করেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।
‘রিকনসাইলিং ডিভাইডেড সোসাইটিস, বিল্ডিং ডেমোক্রেসি অ্যান্ড গুড গর্ভন্যান্স: লেসন্স ফ্রম শ্রীলংকা’ বিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ।
তিনি বলেন, এ অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে বৈষম্য ও সংঘাত দূর করা প্রয়োজন। শ্রীলংকাও অভ্যন্তরীণ সংঘাত নিরসন করে এখন গণতন্ত্র ও উন্নয়নের পথে সাফল্য পেয়েছে।
উন্নয়নের পথে সন্ত্রাসবাদ দমন একটি বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট কুমারাতাঙ্গা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
কেজেড/জেডএস