তিনি বলেন, কবি নজরুল সময়ের পরিপ্রেক্ষিতে কবিতা লিখেছেন। দারিদ্র্যের কষাঘাত এসেছে কবির জীবনে কিন্তু তাকে ভাঙতে পারেনি।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান ও কবির নাতনি খিলখিল কাজী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার।
পরে নজরুল গবেষণায় অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও ভারতের বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং নজরুল সংগীতে অবদানের জন্য শিল্পী ফেরদৌস আরাকে ‘নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা’ দেওয়া হয়।
তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন ধর্মমন্ত্রী ও কবি নজরুলের নাতনি খিলখিল কাজী।
ভারতের বিশিষ্ট নজরুল গবেষক ও শিল্পী ফেরদৌস আরার পক্ষে সম্মাননা গ্রহণ করেন যথাক্রমে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএএএম/এএটি