মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ারা বেগম রতনদিয়ার গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসাআই) সবুজ বাংলানিউজকে জানান, সকালে নিজ ঘরে আনোয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদশে সময়: ১৭৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি