ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জনসচেতনতা মূলক আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
নীলফামারীতে জনসচেতনতা মূলক আলোচনা সভা নীলফামারীতে জনসচেতনতা মূলক আলোচনা সভা

নীলফামারী: নীলফামারীতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম। এছাড়াও উপস্থিত ছিলেন- নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, বিআরটিএ’র রংপুর বিভাগের উপ-পরিচালক মহসিন হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য হামিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক, জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু প্রমুখ।
 
‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। এছাড়া সভা সঞ্চালনা করেন- বিআরটিএ’র দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম।

এরআগে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ৠলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।