ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

শ্যালিকাকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
শ্যালিকাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার: শ্যালিকাকে হত্যার পর স্ত্রী ও ছয় মাসের সন্তানকে হত্যার চেষ্টা করে আত্মহত্যার চেষ্টা করেছেন সালাউদ্দীন নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (২৩ মে) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনি বেগম (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে মো. সালাউদ্দীন (৩২) দ্বিতীয় বিয়ে করেছিলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগমকে (২২)। পারিবারিক কলহের জেরে রায়না বাবার বাড়িতে থাকতেন। ২১ মে রায়নার শ্বশুর তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে তিনি রাজি হননি। সোমবার (২২ মে) সন্ধ্যায় সালাউদ্দীন শ্বশুরবাড়ি আসেন। মঙ্গলবার সকালে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি যেতে চাইলে তার সঙ্গে স্ত্রীর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সালাউদ্দীন হাতে থাকা ছুরি দিয়ে কুপিয়ে সেখানে থাকা শ্যালিকা মনিকে হত্যা করেন। এরপর তিনি স্ত্রী রায়না ও ছয় মাসের শিশুপুত্র মাসুককে আহত করে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন এসে তাকে ধরে পুলিশে খবর দেয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিবিবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।