মঙ্গলবার (২৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে একবাই সংলাপ করবো।
এর আগে একাদশ সংসদ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন।
সিইসি বলেন, খসড়া রোডম্যাপ নিয়ে প্রথম বৈঠক হলো। জুনের প্রথমার্ধে তা চূড়ান্ত করা হবে।
সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
**সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা
এক্ষেত্রে কেএম নুরুল হুদা বলেন, যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষার্ধ থেকে জানুয়ারি পর্যন্ত ভোটের জন্য উপযুক্ত সময়। তবে কমিশন বৈঠক করে আমরা তারিখ নির্ধারণ করবো।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সিইসি বলেন, ইভিএমকে আমরা সামনে রাখতে চাই। এর প্রযুক্তিগত বিষয়গুলো সবার কাছে উপস্থাপন করা হবে। প্রযুক্তি নিয়ে সবাই একমত হলে তা ব্যবহারের সম্পূর্ণ প্রস্তুতি থাকবে।
তবে আমাদের উপস্থাপনার পর দলগুলো একমত না হলে তা জোর করে ব্যবহার করবো না- এমনটিও যোগ করেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৩, ২২০১৭
ইইউডি/এসএইচ