ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে সংবর্ধনা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে সংবর্ধনা

বরিশাল: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (২৩ মে) বেলা ২টার দিকে বরিশাল আইনজীবী সমিতি ভবনের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লা সাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, সুপ্রিম কোর্ট বারের সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট মহসিন মন্টু, মির্জা সালাউদ্দিন, অ্যাডভোকেট আলি আহমেদ, বরিশাল বার এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ ও  অ্যাডভোকেট আলি হায়দার বাবুল প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্যে বলেন, দেশের আইনের শাসন বাস্তবায়ন করার জন্য দেশের সব বারের সদস্যদের দায়িত্ব নিয়ে এক হয়ে কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশার মান বজায় রাখতে হবে।

এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মানপত্র দেয়া হয় জয়নুল আবেদিনকে।  

বাংলা‌দেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।