ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামিন পেলেন সংগ্রাম সম্পাদক আবুল আসাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

ঢাকা: গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত দ্রুত বিচার আইনের মামলায় জামিন পেয়েছেন দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ।

শনিবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
মহানগর হাকিম রেজাউল করিম শুনানি শেষে তার এ জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ।
গত ২০ সেপ্টেম্বর রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জাফর আলী। রিমান্ড শেষ হবার আগেই তাকে শনিবার আদালতে হাজির করা হয়।

সোমবার রাজধানীর কাকরাইল-মালিবাগ-মৌচাক-শান্তিনগর এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জামায়াতকর্মীরা বেশ কিছু গাড়িতে আগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

মৎস ভবন, আরামবাগ ও দৈনিক বাংলার মোড় এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।