ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মরত অবস্থায় নিহত ৫ শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
কর্মরত অবস্থায় নিহত ৫ শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা

রাজশাহী: চট্টগ্রামের জাহাজ শিল্পে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শিকার হয়ে মারা যাওয়া নওগাঁর পাঁচ শ্রমিকের পরিবারকে সরকারি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে এ অর্থ সহায়তা দেওয়া হয়।  

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে চেক দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান মৃত শ্রমিকদের স্বজনদের হাতে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।

পরিবারের দু’জন সদস্য মারা যাওয়ায় চেকপ্রাপ্তদের মোজাফফর হোসেন নামে এক ব্যক্তিকে দু’টি দেওয়া হয়েছে। আর কাজল রেখা, মালেকা খাতুন ও আবদুস সাত্তার মন্ডলকে দেওয়া হয়েছে একটি করে চেক।

চেক বিতরণের সময় রাজশাহী জেলার কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।