সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম লিটন (৩৯)।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় লিটনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটনের বরাতে তিনি আরো জানান, ইয়াবাগুলো সে স্থানীয় ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের জন্য এনেছিলো। তার কাছ থেকে কয়েকজনের নামও জানা গেছে। তদন্তের স্বার্থে নামগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এর আগেও সে বেশ কয়েকবার ইয়াবার চালান নিয়ে নারায়ণগঞ্জ এসেছিল।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, মাদকের ব্যাপারে পুলিশ সবসময় সচেতন। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জেডএস