ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সিংড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়ায় দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলা কৃষি হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ কর্মশালা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার।


 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।
 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।