ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুর পৌরসভায় সড়কবাতি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
হোসেনপুর পৌরসভায় সড়কবাতি উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হোসেনপুর পৌর এলাকার ৯ দশমিক ৭৫ কিলোমিটার রাস্তায় সড়কবাতি উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার দ্বিপেশ্বর গোলচত্বরে সড়কবাতি উদ্বোধন করেন পৌর মেয়র মো. আ. কাইয়ুম খোকন।  

গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইএনপিআইডিপি), এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত ‘হোসেনপুর পৌরসভার বিভিন্ন রাস্তায় সড়কবাতি স্থাপন’ কাজের অংশ হিসেবে এ সড়কবাতি চালু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হোসেন হাছু, পৌর কাউন্সিলর মাহবুবুল আলম দুলু, মো. রফিকুল ইসলাম রফিক, কামাল উদ্দিন, মো. মাসুদ, শাহজাহান আলম কাজল, পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।