শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল আউয়াল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আশুলিয়া থানা পুলিশ দুপুরে বাসের যাত্রীর দায়ের করা ডাকাতি মামলা এবং থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানার দায়ের করা অস্ত্র মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ঢাকার অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাদের বিরুদ্ধে দায়ের করা ওই দুই মামলায় তদন্তের জন্য পাঁচদিন করে ১০ দিন রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক অস্ত্র মামলায় এদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড ও ডাকাতির মামলায় ডাকাত সর্দার বশিরকে পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ ২৪টি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরবি/