শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে আয়োজিত এক কাউন্সিলে অংশ নিয়ে শাজাহান খান শ্রমিকদের উদ্দেশে রোহিঙ্গাদের খাদ্য তহবিলে ১০ টাকা করে সহায়তা দিতে আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গাদের খাদ্য তহবিল গড়তে আপনারদের কাছ থেকে ১০ টাকা করে নিতে চাই।
বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক এ কাউন্সিলে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জাকির হোসেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ২০১৮ সালে মজুরি বোর্ড গঠন করা হবে। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন অবশ্যই বাড়াবেন। এজন্য গার্মেন্টস মালিকদের বলবো, আপনারা বায়ারদের কাছে দাম বাড়ান। দরকষাকষি করেন। তবেই শ্রমিকরাও কিছু পাবেন।
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, অধিকার আদায়ের জন্য শ্রমিকরা আন্দোলন করবে ঠিক আছে। মিছিল, মিটিং করা তাদের অধিকার। কিন্তু এই মিছিল মিটিংয়ের নামে যেন হঠকারিতা না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আশাকরি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কাছে ওঠা অভিযোগের বিষয়টি সামনে এনে শাজাহান খান বলেন, তার জন্য রাষ্ট্রের ক্ষতি হয়েছে। তার অর্থ শ্রমিকদেরও ক্ষতি হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি চিঠি পাঠিয়ে দুদক জানতে বৃহস্পতিবার (০২ নভেম্বর) চেয়েছে-অ্যান্টি মানি লন্ডারিং প্রতিকারমূলক কর্ম পরিকল্পনা (আরএপি) লঙ্ঘন করায় সোনালী ব্যাংক লন্ডন শাখার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না?
আরএপি লঙ্ঘন করায় তার কারণে রাষ্ট্রের ৩৩ কোটি ২৫ লাখ টাকা জরিমান গুণতে হয়েছে। আর এই জরিমানা করেছিল যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্টিং অথরিটি (এফসিএ)। যে কারণে দুদক মনে করছে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকার বিষয়টি ‘নৈতিকতা পরিপন্থি’।
কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি কর্মচারিদের বেতন অনেক বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের বেতন না বাড়ানো অযৌক্তিক। বেতন না বাড়ালেও শ্রমিকরা ঘুমিয়ে থাকবে এমন মনে করার কোনো কারণ নেই।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
ইইউডি/এসএইচ