ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে পিস্তল ও ম্যাগজিনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বাঘাইছড়িতে পিস্তল ও ম্যাগজিনসহ যুবক আটক বাঘাইছড়িতে পিস্তল ও ম্যাগজিনসহ যুবক আটক

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পিস্তল, একে-৪৭ রাইফেলের গুলিসহ অক্ষয় চাকমা (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের দোসর এলাকার লুমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অক্ষয় চাকমা উপজেলার লুমপাড়া এলাকার নীল চন্দ্র চাকমার ছেলে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে লুমপাড়া এলাকার পাহাড়ের চূড়ায় টংঘরে অভিযান চালানো হয়। এসময় নয় রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন, বিদেশি পিস্তল, টু-টু রিভলবারের চার রাউন্ড গুলি, ৩২ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলিভর্তি একটি ম্যাগজিন এবং সবুজ রঙয়ের একসেট পোশাকসহ অক্ষয়কে আটক করা হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মীর বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অক্ষয় নিজেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।