শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল সীমান্তের কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের খলসি গ্রামের দুখে মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৭) ও একই গ্রামের রহমতের ছেলে জালাল উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অস্ত্রের বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে সীমান্তের কেষ্টপুর সড়কে অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জালালের দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগজিন পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। খোঁজ নিয়ে জানা গেছে এরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
আটকদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ফিরোজ।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এজেডএইচ/আরআইএস/