শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে সিংড়ার চৌগ্রামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের সকল ক্রান্তিকালের হাল ধরেছে।
চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর ওদুদ দুদু প্রমুখ।
পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে দুপুরে প্রতিমন্ত্রী চৌগ্রাম পুকুরপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে বিকেলে শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
টিএ