শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মহানগরীর বয়রা এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পরিবারের যোগসাজশে একটি বাল্য বিয়ে হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, মেয়ের বয়সের সত্যতার জন্য গত ২৬ অক্টোবর জন্ম সনদ নেওয়া হয়। পরে সব যাচাই-বাছাই করে উপস্থিত সবার মতামত নিয়ে এ বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ে। উভয়পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয় যাতে ছেলের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই এ বিয়ে না হয়।
বাল্য বিয়ের বিপক্ষে জেলা প্রশাসনের এ অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমআরএম/এএ