ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খুলনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ খুলনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

খুলনা: এবার ছেলের বয়স ২১ বছর পূর্ণ না হওয়ায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে খুলনায় বন্ধ  হলো বাল্য বিয়ে। 

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মহানগরীর বয়রা এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পরিবারের যোগসাজশে একটি বাল্য বিয়ে হতে যাচ্ছে।

সংবাদের সত্যতা যাচাই করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ সদস্য নিয়ে অভিযান চালাই। সেখানে দেখা যায় মেয়ের বয়স ১৮ বছর কয়েক দিন এবং ছেলের বয়স ২০ বছর কয়েকদিন।

তিনি আরও বলেন, মেয়ের বয়সের সত্যতার জন্য গত ২৬ অক্টোবর জন্ম সনদ নেওয়া হয়। পরে সব যাচাই-বাছাই করে উপস্থিত সবার মতামত নিয়ে এ বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ে। উভয়পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয় যাতে ছেলের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই এ বিয়ে না হয়।

বাল্য বিয়ের বিপক্ষে জেলা প্রশাসনের এ অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।