ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
সাটুরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে শিল্পি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিল্পী তিল্লি ইউনিয়নের আকাশী গ্রামের আছর উদ্দিনের স্ত্রী।

 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিল্পী এমন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।  

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি আমিনুর।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।