শুক্রবার (০৩ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সুপার মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেডে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে আইরন তীব্র পেটে ব্যথায় কাতর হয়ে পড়েন।
নিহতের স্বজনরা চিকিৎসায় অবহেলার কারণে অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসদের ওপর ক্ষুদ্ধ হয়ে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান উপ-পরির্দশক (এসআই) নাজমুল খাঁন। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
চিকিৎসা অবহেলায় মৃত্যুর কারণে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের স্বজনরা।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, অক্টোবর০৪, ১৭
এমজেএফ