ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
সাভারে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ আইরিন আক্তার

সাভার (ঢাকা): সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আইরিন আক্তার (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত আইরিন সাভারের পৌর এলাকার দিলখুশাবাগ মহল্লার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সুপার মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেডে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে আইরন তীব্র পেটে ব্যথায় কাতর হয়ে পড়েন।

স্বজনরা তাকে সাভারের সুপার মেডিকেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। পরে শুক্রবার রাতে একটি ইনজেকশন সময় মতো না দেওয়ায় রোগীর অবস্থার অবনতি ঘটে। এক পর‌্যায়ে হাসপাতালেই মারা যান আইরিন।  

নিহতের স্বজনরা চিকিৎসায় অবহেলার কারণে অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসদের ওপর ক্ষুদ্ধ হয়ে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান উপ-পরির্দশক (এসআই) নাজমুল খাঁন। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চিকিৎসা অবহেলায় মৃত্যুর কারণে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের স্বজনরা।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, অক্টোবর০৪, ১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।