ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কলাবাগানে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সংবাদ পেয়ে কলাবাগানের নর্থ রোডের ৪০ নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে থাইমা ত্রিপুরার মরদেহ উদ্ধা করা হয়।

খাগড়াছড়ির মোহনছড়ি উপজেলার নুনছড়ি গ্রামের সাধু ত্রিপুরার মেয়ে থাইমা ওই বাড়ির এলিজা খেশার বাসায় গৃহকর্মীর কাজ করতো।

কলাবাগান থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলহাজ উদ্দিন গৃকর্ত্রীর বরাত দিয়ে জানান, এলিজা খেশার স্বামী প্রবাসী।

গৃহকর্ত্রী এক সন্তানসহ থাইমাকে নিয়ে ওই বাসায় থাকতেন।

এসআই জানান, শুক্রবার বিকেলে গৃহকর্মীকে বাসায় রেখে ছেলেকে নিয়ে এলিজা খেশা বাইরে যান। রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পান থাইমা গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলে আছে।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।